জার্সি: জার্সিতে একটি আবাসনে ভয়াবহ বিস্ফোরণ। মৃত কমপক্ষে ৩, আহত বহু। জার্সি হল ফ্রান্সের উত্তর-পশ্চিম উপকূলের একটি দ্বীপ অঞ্চল।
সূত্রের খবর, জার্সির একটি বহুতলে ভয়ঙ্কর বিস্ফোরণে ওই বহুতলটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার ভোররাতে ঘটনাটি ঘটে।
জার্সি পুলিসের মুখ্য অফিসার রবিন স্মিথ জানিয়েছেন, এলাকায় জরুরী ভিত্তিতে কাজ শুরু হয়েছে। ওই বহুতলের আবাসিকরা জানিয়েছেন, তাঁরা রাতেই গ্যাসের গন্ধ পান। তারপরই বিস্ফোরণের শব্দ পান। জানা গিয়েছে, এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ২০। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে এই বিস্ফোরণ, তা জানার জন্য ঘটনার শুরু হয়েছে তদন্ত।
previous post