31 C
Kolkata
August 2, 2025
দেশ বিদেশ

জাপানের প্রধানমন্ত্রীকে প্রাণঘাতী হামলা

টোকিও, ১৫ এপ্রিল: গত বছর জুলাই মাসে এক আততায়ীর ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। এবার মঞ্চে বক্তব্য রাখার সময় ফের প্রাণঘাতী হামলার শিকার হলেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আজ শনিবার জাপানের ওয়াকাহামা শহরের একটি মঞ্চে উঠে ভাষণ দেওয়ার সময় আচমকা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে অডিটোরিয়াম। মুহূর্তে বিস্ফোরণের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন জনসভায় অংশ নেওয়া লোকজন।

যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান প্রধানমন্ত্রী কিশিদা। তাঁর শরীরে তেমন কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। পুলিশ ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশের ধারণা, স্মোক বোম্ব জাতীয় কিছু ছোঁড়া হয়েছিল। এক বছরের মধ্যে দুইবার দেশের প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এর পিছনে বড় কোনও নাশকতা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেজন্য দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Related posts

Leave a Comment