April 6, 2025
জেলা

জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ

জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষার্থী ( নাবালিকা) এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বাড়ি ভাঙচুরের ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের বালাপাড়া এলাকায়। পরিবারের অভিযোগ, গতকাল সন্ধ্যায় ছাত্রীটি একা ছিল। সেই সুযোগে কয়েকজন তাকে ধর্ষণ করে খুন করেছে এলাকার কয়েকজন দুষ্কৃতী। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

রবিবার সকালে এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ অভিযোগ তুলতে থাকেন, ছাত্রীটিকে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবকের বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আসেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্তারা। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

রবিবার বেলার দিকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হাজির হন পরিবারের সদস্যরা এবং এলাকার প্রচুর মানুষজন। এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাঁদের গ্রেপ্তার করে উপযুক্ত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

অপরদিকে আজ বিকেলে মৃত ছাত্রীর দেহ ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে গেলে ফের উত্তেজনা ছড়ায়। এলাকাবাসী আরও এক অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল।

Related posts

Leave a Comment