24 C
Kolkata
April 17, 2025
জেলা

ছট পুজোয় নামলেন গৌতম

শিলিগুড়ি: সামনেই ছট পূজা। এব্যাপারে হাল হকিকত খতিয়ে দেখতে ঘাটে নামলেন মেয়র গৌতম দেব। শুক্রবার আধিকারিকদের নিয়ে শিলিগুড়ির বিভিন্ন ছট ঘাটগুলি পরিদর্শন করেন তিনি।
উল্লেখ্য, আর ক’দিন বাদে রয়েছে আলোর উৎসব দীপাবলি তথা কালীপুজো। তারপরেই শুরু হবে ছট পুজো। এই পুজোর সমস্ত আচার নিয়ম ছটব্রতীরা যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারেন, তা খতিয়ে দেখলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র।

Related posts

Leave a Comment