27 C
Kolkata
August 3, 2025
রাজ্য

চোপড়ায় আক্রান্ত আদিবাসীদের সঙ্গে দেখা করলেন নওশাদ

চোপড়া: চোপড়ায় আক্রান্ত আদিবাসীদের সঙ্গে দেখা করলেন নওশাদ সিদ্দিকি। চোপড়ার আমবাড়ি এলাকায় একটি চা বাগানের দখল নিতে গত সোমবার আদিবাসীদের উচ্ছেদ করতে গিয়ে তাঁদের ওপর একাধারে গুলি চালানোর অভিযোগ ওঠে বাগান মালিক পক্ষের বিরুদ্ধে। এমনকি তাঁদের ঘর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

সংবাদ মাধ্যমে ও স্যোশাল মিডিয়ায় খবর পেয়েই নওশাদ সিদ্দিকি শনিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় আমবাড়ি চা বাগান এলাকায় ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারগুলির সঙ্গে দেখা করেন। সেখানে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, শুধুমাত্র আদিবাসীদের কোনও অনুষ্ঠান ছাড়া মুখ্যমন্ত্রীকে দেখা যায় না। কোথায় মুখ্যমন্ত্রী? পুলিশকে ব্যবহার করে আদিবাসীদের উপর অত্যাচার অন্যায় চলছে বলে দাবি করে সরব হন তিনি।

সেই সঙ্গে শাসক দলকে কটাক্ষ করে তাঁর দাবি, তৃণমূল ১০ হাজার পরিবারের হাতে রাখি পরাবে। যেটা অনুচিত। আদিবাসীদের অন্ন কেড়ে নিচ্ছে। আগে এটা সুনিশ্চিত করুক, তাহলে রাখি বন্ধন উৎসব ওদের মানাবে।

Related posts

Leave a Comment