সুভাষ পাল, সংবাদ কলকাতা, ২৩ আগস্ট: সমস্ত অপেক্ষার অবসান। অবশেষে সফল অভিযানে চন্দ্রযান-৩। চাঁদের মাটিতে নামল ল্যান্ডার বিক্রম। গোটা বিশ্বে নজির গড়ল ভারত। ভারতই প্রথম দেশ, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান অবতরণে সক্ষম হল।
পূর্ব পরিকল্পনা মাফিক আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণাংশের মাটি স্পর্শ করল বিক্রম। চাঁদের অন্ধকারাচ্ছন্ন এই জায়গার বিভিন্ন অজানা তথ্য পৃথিবীকে পাঠাবে বিক্রম। পাশাপাশি, বিক্রমের পেটের মধ্যে থাকা ‘প্রজ্ঞান’ বেরিয়ে এসে চাঁদের মাটি, জমে থাকা বরফ, ভূপ্রকৃতি, জলবায়ু কিংবা বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে। অনুসন্ধান করবে চাঁদে সঞ্চিত খনিজ পদার্থের। অনুসন্ধান করবে মানব সভ্যতার জন্য খুবই মূল্যবান হিলিয়ামের। যা মানব সভ্যতাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই নিজেদের ছবি পাঠাবে বিক্রম ও প্রজ্ঞা। এরপর চাঁদের মূল্যবান ছবি পাঠাতে শুরু করবে। ইতিমধ্যেই বিক্রম চাঁদের প্রথম ছবি পৃথিবীকে পাঠিয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। ওই দিনই চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এরপর ধাপে ধাপে সেই কক্ষপথের দূরত্ব কমিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটারের কাছে চলে আসে। অবশেষে দীর্ঘ ৪১ দিনের প্রতীক্ষার অবসান। সেই যাত্রাপথের সমাপ্তি হল আজ। চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে নেমে এল।
গোটা দেশ তথা বিশ্ব দেখেছে সেই লাইভ প্রোগ্রাম। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালে ছিলেন প্রধানমন্ত্রী। চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবতরণের সঙ্গে সঙ্গে ভারতের বিজয় পতাকা ওড়ান নরেন্দ্র মোদী। ইসরোর চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ভার্চুয়ালে দেশবাসির উদ্দেশ্যে ভাষণ দেন। ভূয়সী প্রশংসা করেন ইসরোর কর্মকর্তা ও কর্মীদের।