23 C
Kolkata
April 19, 2025
Featured

চণ্ডীগড়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সম্মানিত হলেন বাংলার মিলি দাস

সংবাদ কলকাতা: চতুর্থ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও বিশ্ব কবিতা সম্মেলন হয়ে গেল পাঞ্জাবের চণ্ডীগড় শহরে। সাহিত্য সংগঠন আজাদ ফাউন্ডেশন (গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত) ও ওয়ার্ল্ড লিটারেচার ইন্ডিয়ার উদ্যোগে গত ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও বিশ্ব কবিতা সম্মেলন উদ্বোধন করা হয় সেক্টর-১৭ এর ওয়েস্টার হোটেলে।

পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত অতিথি হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কবি মিলি দাস। অনুষ্ঠান মঞ্চে মিলির কথা ও কবিতা পরিবেশনার পরই দেশ বিদেশের বহু গুণী শ্রোতারা মুগ্ধ হন। মিলির কলম এবং কবিতার উচ্চারণের উচ্চ প্রশংসা করেন প্রত্যেকে। তাঁকে ‘ডিস্টিঙ্গুইসড গেস্ট অফ অনার’ সম্মানে সন্মানিত করা হয়। নিউ ইয়র্কের কবি ডাঃ মাজা হারমা সেকুলিক বলেন, ‘সুইট মিলি ইজ দ্য বিউটি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড সি ইজ দ্য বিউটি কুইন অফ দিজ স্টেজ’। অত্যন্ত সহজ ভাষায় ভালোবাসার ও মৃত্যুর কবিতা লিখে মিলি আজ বিশ্বের দরবারে বহু মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

Related posts

Leave a Comment