28 C
Kolkata
August 3, 2025
বিদেশ

গ্রেপ্তার ইমরান ঘনিষ্ঠ শাহ মেহমুদ কুরেশি

ইসলামাবাদ, ১১ মে: ইমরান খানের পর এবার গ্রেপ্তার হলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি। তিনি ইমরান মন্ত্রিসভার একজন বিদেশ মন্ত্রী। তিনি ইমরানের একজন গুরুত্বপূর্ণ সহযোগী। সূত্রের খবর, মেহমুদ কুরেশীকে গ্রেপ্তার করে কোনও অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত একের পর এক শাহবাজ সরকারের রোষানলে পড়ছে তেহরিক-ই-ইনসাফ দলের গুরুত্বপূর্ণ নেতারা। গত মঙ্গলবার পাক রেঞ্জার্স বাহিনীর হাতে গ্রেপ্তার হন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের বাইরেই তাঁকে বন্দি করা হয়। এরপর কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা পাকিস্তান। তা সত্ত্বেও ইমরান বাহিনীর কাছে কোনও নরম মনোভাবাপন্ন সিদ্ধান্ত নিতে রাজি নয় শাহবাজ সরকার।

এদিকে ইমরানের গ্রেপ্তারিকে কেন্দ্র করে ক্রমশ রণক্ষেত্রের চেহারা নিয়েছে পাকিস্তান। জায়গায় জায়গায় শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ। এমনকি গতকাল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়িতে পেট্রল বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে ইমরান সমর্থকদের বিরুদ্ধে। দেশে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Related posts

Leave a Comment