31 C
Kolkata
April 16, 2025
দেশ

গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৯, আহত ২৯

আহমেদাবাদ: নবসারিতে বাসের সাথে চারচাকা গাড়ির ভয়াবহ দুর্ঘটনা। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটে। বাসটি একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরছিল। বাস চালক হৃদরোগে আক্রান্ত হওয়ায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে ওই গাড়িতে থাকা ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট ২৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসটি সুরাত থেকে ভালসাদের দিকে যাচ্ছিল। বাস চালক হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।এবং একটি এসইউভি গাড়িকে ধাক্কা মারে। ঘটনার পর বাস চালককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও সেখানেই তিনি প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় সেরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করেছেন।

Related posts

Leave a Comment