32 C
Kolkata
April 19, 2025
কলকাতা

গভীর রাতে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

সংবাদ কলকাতা, ৬ জুন: গতকাল কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! গভীর রাতে কাতারগামী বিমানে ঘটে এই ঘটনা। বিমানের এক ব্রিটিশ যাত্রী আচমকা চিৎকার করতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি ‘বোমা বোমা’ বলে চিৎকার করতেই বিমানবন্দর চত্বরে হুলস্থূল কাণ্ড ঘটে যায়। তদন্তে নামানো হয় পুলিশ কুকুর। কিন্তু, তন্নতন্ন করে খোঁজার পরেও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। বন্ধ রাখা হয় উড়ান। ওই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা যায়, ওই ব্যক্তি একজন মানসিক রোগী। তাঁর চিকিৎসাও চলছে। যদিও জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী সিআইএসএফ আধিকারিকদের জানান, তাঁকে কেউ জানিয়েছিল যে বিমানে বোমা রয়েছে। যে কোনও মুহূর্তে বড় ধরণের বিস্ফোরণ ঘটতে পারে। সেজন্য তিনি চিৎকার করে নিরাপত্তাকর্মীদের সজাগ করেন।

প্রসঙ্গত মঙ্গলবার রাত ৩টে বেজে ২৯ মিনিট নাগাদ লন্ডনগামী একটি বিমান উড়ানের জন্য প্রস্তুত হচ্ছিল। কাতার এয়ারলাইন্সের এই বিমানে ৫৪১ জন যাত্রী ছিল। সেটি কলকাতা থেকে দোহা হয়ে লন্ডনে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের মুহূর্তে তারস্বরে আচমকা চিৎকার শুরু করেন জন জাভেদ কাজি নামের ওই ব্রিটিশ নাগরিক। সঙ্গে সঙ্গে বিমান থেকে যাত্রীদের নামিয়ে এনে তল্লাশি শুরু করা হয়। আনা হয় গোয়েন্দা কুকুর। কিন্তু কোথাও কিছু না পেয়ে CISF ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

তদন্তে জানা যায়, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ। সেই কারণেই সে এমন চিৎকার শুরু করে বলে দাবি পরিবারের। ওই যুবকের বাবা CISF-কে জাভেদের মানসিক অসুস্থতার কথা জানিয়ে যাবতীয় মেডিক্যাল রিপোর্ট জমা করেন।

Related posts

Leave a Comment