বিশেষ সংবাদদাতা, ক্যানিং: দুই সদ্যোজাতের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল কানিং মহকুমা হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে হাসপাতালের ‘মাতৃমা’ বিল্ডিংয়ের গেটের পাশেই দেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, মেনকা সরদার নামে এক প্রসূতি গতকাল বৃহস্পতিবার মৃত যমজ বাচ্চা প্রসব করেন। তারপর সেই বাচ্চাগুলিকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রসূতির শাশুড়ি মুক্ত সরদার মৃত বাচ্চাগুলিকে সেখানে ফেলে পালিয়ে যান বলে অভিযোগ।
এদিকে মৃত শিশুর মা এখনও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে তাঁর শাশুড়ির খোঁজ চলছে। ওই প্রসূতির এর আগেও একটি বাচ্চা হয়। সেটিও মারা যায়। বাচ্চা দুটিকে বাড়িতে না নিয়ে হাসপাতালের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। ময়লা আবর্জনার মধ্যে বাচ্চাগুলিকে দেখার পর অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ক্যানিং থানাকে। ক্যানিং থানার পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দুটিকে উদ্ধার করার পর পাঠানো হয় ময়না তদন্তের জন্য।
previous post