25 C
Kolkata
November 2, 2025
সাহিত্য

ক্যাওস


মহুয়া ব্যানার্জী

ধ্বস , পাহাড় সমুদ্র ও নদী চর
জুড়ে কম্পনের মায়া খেলা।
জীবনের খেয়াল খুশি প্লাবন জলোচ্ছাস!
ভাঙনের মুখে যদি দুই পাড়ই পড়ে যায়
তবে বাঁধের চেষ্টা বৃথা।
সমাজের চোরাস্রোতে সত্য ভেসে
গেলে মিথ্যুকেরা বিজয়ের বাজনা বাজায়!
ভালোবাসা ভাণ্ডারে বিলোয় !
তাই ,ধ্বসের মুখে পড়েছে জেনেও
শ্রী হীন লক্ষ্মীরা সরস্বতীর বিসর্জনের
বাজনা বাজায়-
রাজপথে শিক্ষা স্বাস্থ্য আর আইন একসঙ্গে
ধর্ষিত হয় কারণ এটাই এখন ট্রেন্ড!
সব রিল ফেসবুক ইনস্টা’র
রিচ বাড়িয়ে চলে উলঙ্গ প্রকাশে…

Related posts

Leave a Comment