24 C
Kolkata
April 19, 2025
Featured

কোচবিহারে পিকনিক করতে গিয়ে বাস উল্টে আহত ২৫ জন

নিজস্ব প্রতিনিধি— ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই আনন্দ পিকনিক পরিণত হল দুর্ঘটনায়। কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার কালপানি এলাকার একটি নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হলেও হতাহতের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাপপানি এলাকার প্রায় ৫০ জন বাসিন্দা পিকনিকের উদ্দেশ্যে গরুবাথান যাচ্ছিলেন। তাঁদের যাত্রার জন্য একটি বেসরকারি বাস ভাড়া করা হয়েছিল। তবে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই কালপানি এলাকার একটি নয়ানজুলির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।স্থানীয় এক বাসিন্দা জানান, “বাসটি নয়ানজুলির পাশে রাস্তায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। আমরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। প্রায় ২০-২৫ জন আহত হলেও তাঁদের অবস্থা স্থিতিশীল।”

তবে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এক বাসিন্দা জানান, “কিছুদিন আগেও এখানে একটি ডাম্পার উল্টে গিয়েছিল। প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দ্রুত রাস্তা সারানোর দাবি জানাচ্ছি।”

পথ নিরাপত্তার অভাবের কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা আশা করছেন, এই ঘটনার পর প্রশাসন তৎপর হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Related posts

Leave a Comment