সংবাদ কলকাতা: গতকাল সন্ধ্যাবেলা কেষ্টপুর খালে পড়ে যান স্থানীয় এক যুবক। ঘটনার পর শুরু হয় তল্লাশি। অবশেষে ১৯ ঘণ্টা পর তাঁর মৃত দেহ উদ্ধার হল। কেষ্টপুরের বাসিন্দা ওই যুবকের নাম গৌতম মল্লিক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল সন্ধে ৬টা নাগাদ কেষ্টপুর খালের ৭ নম্বর ব্রিজের রেলিংয়ে বছর পঁয়ত্রিশের যুবককে বসে থাকতে দেখা যায়। এরপরই তিনি খালে ঝাঁপ দেন। তবে বেসামাল অবস্থায় পড়েও যেতে পারেন বলে অনেকের অনুমান। পরিবারের দাবি, সেভাবে কোনও কাজ করত না সে। নেশাগ্রস্ত ছিল। ফলে হতাশা থেকে আত্মহত্যা, নাকি দুর্ঘটনা, সেটাই খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।
জানা গিয়েছে, ১৯ ঘন্টা টানা ওই খালে ম্যারাথন তল্লাশির পর, আজ রবিবার দুপুর ১ টার পর NDRF টিম গৌতম মল্লিকের মৃতদেহ খাল থেকে উদ্ধার করে। সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে।