সংবাদ কলকাতাঃ রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে আগামী ২৯ ও ৩০ মার্চ ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ দুপুর ১২ টায় ধর্না শুরু হবে তাঁর। এদিন আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তিনি। পরের দিন ৩০ মার্চ এই ধর্না শেষ হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও সড়ক যোজনার টাকা আটকে রেখেছে। তাঁর দাবি, ১২ হাজার গ্রামীণ সড়কের কাজ হচ্ছে রাজ্যের টাকা দিয়ে।
previous post