হরিশ্চন্দ্রপুর,৮ ডিসেম্বর: কোনওদিন গানের তালিম নেননি। তবে চোখ বন্ধ করে শুনলে বুঝতে পারবেন না, গান কে গাইছে। হুবহু কুমার শানু ও কিশোর কুমার সহ একাধিক সিঙ্গারের গলায় গান গেয়ে ভাইরাল ভুটভুটি চালক। আর্থিক কষ্টকে নিত্য সঙ্গী করে গানের চর্চা করে যাচ্ছেন হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা তথা হতদরিদ্র ভুটভুটি চালক আসিম আলি(৪০)।
তবে তাঁকে এলাকার মানুষ সালমান আলি বলেই বেশি চেনেন। ভুটভুটি চালিয়ে কোনওরকমে সংসার চালান অসীমবাবু। সংসারে অভাব অনটন থাকলেও, মনের প্রবল জেদ নিয়ে চলে তাঁর গানের চর্চা। সেই অর্থে প্রথাগত কোনও তালিম না পেলেও সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে মানুষের মন জয় করে চলেছেন তিনি। জানা গিয়েছে, অসীমবাবুর পরিবারে রয়েছে দুই ছেলে ও এক মেয়ে এবং স্ত্রী সহ মোট পাঁচজন।
টালির ছাউনি দেওয়া ভাঙাচোরা বাড়িতে থেকে কোনওরকমভাবে গানকে টিকিয়ে রেখেছেন তিনি। যদিও কোনও মিউজিক কোম্পানি তাঁর গান রেকর্ড করার সুযোগ করে দেন, তাহলে তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।