আগরতলা: ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অবাধ। বিকেল চারটে অবধি ভোট পড়েছে ৮১ শতাংশ। আজ ৬০টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়ে গেল। মোট ভোটার ২৮ লক্ষ। এই নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ। এবারের ত্রিপুরা নির্বাচনে লড়াই ত্রিমুখী। একদিকে কংগ্রেস ও রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিআইএম জোট। অন্যদিকে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে রয়েছে শাসক দল বিজেপিও।
এদিকে প্রতিবেশী রাজ্যে সংগঠন বিস্তার করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। নির্বাচনী লড়াইয়ে রয়েছে তিপ্রা মথাও। এবারের বিধানসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এছাড়াও রয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসকদল বিজেপির বিরুদ্ধে। এই কেন্দ্রগুলি হল ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুর, আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া। এছাড়া শান্তিবাজারে বিরোধীদের মারধর এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল বিজেপি। তাদের পাল্টা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে।
previous post