27 C
Kolkata
August 4, 2025
জেলা

কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, যৌথ উদ্যোগে রেল রোকো আন্দোলন

জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নিউ স্টেশন রেল রোকো আন্দোলন, কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম এর উদ্যোগে। প্রসঙ্গত, যৌথ উদ্যোগে পূর্ব ঘোষণা মতো ৬ ডিসেম্বর, রেল রোকো আন্দোলনের ডাক দেয় কামতাপুর পিপলস পার্টি ( ইউ) ও প্রগ্রেসিভ পার্টি।

জানা গিয়েছে, কামতাপুর আলাদা রাজ্যের জন্য ও কামতাপুরী ভাষায় অষ্টম তপশিলি দাবি। এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় আন্দোলন শুরু হয়। একাধিক রেললাইন অবরোধ করেন সংগঠনের সদস্যরা। যার ফলে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। ময়নাগুড়ি, নিউ জলপাইগুড়ি, মালদা সহ একাধিক স্থানে লাগাতার রেল অবরোধ চলে। দিকে দিকে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। আন্দোলনকারীদের দাবি, পৃথক কামতাপুর রাজ্য গঠন, কামতাপুরি ভাষাকে স্বীকৃতি সহ একাধিক দাবি। রেল দপ্তর বা প্রশাসন সূত্রে কোনওরকম সমাধানসূত্র না বেরনোর কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারন যাত্রীরা।

Related posts

Leave a Comment