27 C
Kolkata
April 5, 2025
খেলা

কাতার বিশ্বকাপে ব্যর্থতার সময়ে রোনাল্ডোর পাশে দাঁড়ালেন কোহলি

সংবাদ কলকাতা: ২০২২ বিশ্বকাপ ফুটবলে গত শনিবার মরক্কোর কাছে হেরে যায় পর্তুগাল। যে দলের নেতৃত্বে বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা রোনাল্ডো। সম্ভবত এটাই তাঁর শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবে রোনাল্ডোর দল পর্তুগাল হেরে যাওয়ার পর তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বের ফুটবল প্রেমীরা। একে পরাজয়, তার ওপর সমালোচনা। এই কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্বসেরা এই ফুটবল তারকার পাশে দাঁড়ালেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট তারকা বিরাট কোহলি। ইনস্টাগ্রামে রোনাল্ডোকে সান্ত্বনা দিলেন ভারতীয় ক্রিকেটে শচীনের উত্তরসুরি।

সোমবার সকালে কোহলি তাঁর পোস্টে লেখেন, ‘তুমি এই খেলা ও খেলার ফ্যানদের জন্য যা করেছ, কোনও না পাওয়া ট্রফি কিংবা খেতাব তা ছিনিয়ে নিতে পারবে না। কোনও শিরোনামই তুমি তোমার খেলা দিয়ে মানুষের মনে যে অনুভূতি জাগিয়েছ, তা বোঝাতে পারবে না। এটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার। ….আমার কাছে তুমিই সর্বকালের সেরা’।

উল্লেখ্য, বিশ্বের সর্বকালীন সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম খেলোয়াড় তিনি। বলাই বাহুল্য সেরা ক্রিকেটার। অনেকের কাছেই ভারতীয় ক্রিকেটে শচীনের উত্তরসুরি। দীর্ঘ রেস কাটিয়ে সদ্য ফর্মে ফিরেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে নিজের ৭২ তম আন্তর্জাতিক সেঞ্চুরিও করেছেন। কিন্তু তার আগে প্রায় তিন বছর একের পর এক ম্যাচে ব্যর্থতার মুখে পড়তে হয়েছিল তাঁকে। অন্যজন, ৩৮ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সর্বকালীন সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তাঁর দল পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এটাই সম্ভবত তাঁর জীবনের শেষ বিশ্বকাপ। ভগ্ন হৃদয়ে মাঠ ছেড়েছেন তিনি। এদিকে এই কঠিন পরিস্থিতিতে সমালোচকরা তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে নানান প্রশ্ন তুলেছেন। সেরকমই একটি মুহূর্তে পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট তারকা কোহলি।

Related posts

Leave a Comment