সংবাদ কলকাতা: কল সেন্টার মামলায় ইডির হানা। উদ্ধার এক কোটি পঁচাশি লক্ষ টাকা। ইডি সূত্রের খবর, কেষ্টপুর রবীন্দ্রপল্লী এলাকায় ব্যবসায়ী রবিন যাদবের AF১৮৯ বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। কল সেন্টার প্রতারণা চক্রের সঙ্গে এই ব্যবসায়ীর যোগ রয়েছে বলে সেই তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। এরপরই বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানের পর আজ ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১ কোটি ৮৫ লক্ষ টাকার সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে তদন্তকারীরা। উদ্ধার হাওয়া নথি এবং টাকা নিয়ে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে তদন্তকারীরা রওনা দিল আদালতের উদ্দেশ্যে।
previous post
next post