25 C
Kolkata
April 30, 2025
কলকাতা

করোনা আক্রান্ত বিদেশফেরত ব্রিটিশ মহিলা, ভর্তি বেলেঘাটা আইডিতে

সংবাদ কলকাতা: নতুন করে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেল কলকাতায়‌। এক ব্রিটিশ মহিলার শরীরে এই রোগের জীবাণু পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।

উল্লেখ্য, সোমবার কলকাতা বিমানবন্দরে করোনা পরীক্ষায় এক ব্রিটিশ মহিলার শরীরে করোনা ভাইরাস-এর উপস্থিতি ধরা পড়েছে বলে জানা যায়। যে বিমানে করে তিনি কলকাতায় এসেছিলেন, সেই বিমানের অন্যান্য যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত ওই মহিলা আদতে ব্রিটিশ নাগরিক। থাকেন অস্ট্রেলিয়ায়। বছর ৪৮-এর ওই মহিলা কুয়ালালামপুর থেকে দমদম বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে তাঁর কোভিড পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি করা হয়।

Related posts

Leave a Comment