সংবাদ কলকাতা: কন্যাশ্রী, রূপশ্রীসহ রাজ্যের উপভোক্তা বা প্রাপকের তালিকায় থাকা নাম বা তথ্য সংক্রান্ত ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে আধার সংযোগ বাধ্যতামূলক করতে চলেছে নবান্ন।
এখন শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পে নাম তুলতে পারেন উপভোক্তারা। কিন্তু অদূর ভবিষ্যতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে তালিকায় নাম তুলতে গেলে আধার সংযোগ বাধ্যতামূলক। ভুয়ো উপভোক্তা ও কাজের স্বচ্ছতা বাড়াতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের।
এছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অবিলম্বে কয়েক কোটি আবেদনকারীর তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই তালিকা নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, রাজ্য সরকারের নানা প্রকল্পে ভুয়ো উপভোক্তা সংক্রান্ত একাধিক অভিযোগ ওঠে। তারপরই প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার কথা ভাবছে মমতা সরকার।
যদিও জেলাশাসকদের বলা হয়েছে, আধার ও স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা নিতে।
previous post
next post