সুভাষ পাল, সংবাদ কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে পার্থই ছিল মাস্টার মাইন্ড। আলিপুর আদালতে এসএসসি মামলায় প্রথম চার্জশিট পেশ করার সময় এমনটাই জানাল সিবিআই। শুক্রবার গ্রূপ সি নিয়োগে দুর্নীতি তদন্তের চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী দল পার্থ, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ মোট ১৬ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পার্থ শুধু নিয়োগ উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন তাই নয়, কিভাবে নম্বর বদল করতে হবে, কার জায়গায়, কে চাকরি করবে, সেজন্য কাকে কত টাকা দিতে হবে, কিভাবে টাকা তোলা হবে তৎকালীন শিক্ষামন্ত্রীর এটাই মূল কাজ ছিল।
দুর্নীতি করে কিভাবে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে, তা চার্জশিটে সিবিআই স্পষ্টভাবে উল্লেখ করেছে। চার্জশিটে বলা হয়েছে, এসএসসি গ্রূপ সি পদে সম্পূর্ণ অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল। মোট ৩৮১ জনকে নিয়োগ করা হয়েছিল। এই ৩৮১ জনের মধ্যে ২২২ জন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে। বাকিরা পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি। অথচ তাঁদেরকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। মানুষের নজর ঘোরাতে যোগ্য প্রার্থীদের প্যানেলের নিচের দিকে রাখা হয়। আর অযোগ্যদের প্যানেলের উপরের দিকে তুলে আনা হয়। চার্জশিটে বলা হয়েছে, এই ভুয়ো নিয়োগের কিংপিন ছিলেন পার্থই। তিনিই নিয়োগ দুর্নীতির সব ঘুঁটি সাজিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এই ভুয়ো নিয়োগ দেওয়া শুরু করে এসএসসি। এই বছর মে মাসে এই গ্রূপ সি নিয়োগের প্যানেলের মেয়াদ শেষ হয়। সিবিআই জানিয়েছে, দুর্নীতির তদন্ত এখনও চলছে। পরবর্তী তদন্তে খতিয়ে দেখা হবে এই নিয়োগ দুর্নীতি থেকে নেওয়া ঘুষের টাকা কোথায় নিয়োগ করা হয়েছে।
previous post