24 C
Kolkata
April 18, 2025
রাজ্য

এবার ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি

সংবাদ কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘিরে প্রতিটি দল তাঁদের পরিকল্পনা গ্রহণ শুরু করেছে। পিছিয়ে নেই বিজেপিও। বিজেপি সূত্রে খবর, ২৪-এর লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচির নীল নকশা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচন ঘিরে এক বছর আগে থেকেই প্রচার কর্মসূচি শুরু করছে বিজেপি। প্রচারে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও অনেকেই। পিছিয়ে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্রধানমন্ত্রী লোকসভা ভোটের আগে বঙ্গে মোট ১৪টি সভা করবেন। যদিও এখনও তার সূচি তৈরি হয়নি। ১৪টি সভার মাধ্যমে তিনি ছুঁয়ে যাবেন ৪২টি লোকসভা কেন্দ্রকে। প্রতিটি সভায় তিনি দুই থেকে তিনটি লোকসভা কেন্দ্রকে সংযোগ সাধন করবেন। প্রতিটি সভায় তিনি কেন্দ্র সরকারের সফলতা তুলে ধরে মানুষের কাছে তা পৌঁছে দেবেন।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ১৮ টি আসন জিতেছিল। ২০২৪-এর নির্বাচনে আরও বেশী আসনের লক্ষ্যে প্রচারে নামতে চলেছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার সহ একাধিক ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকার বেশ কিছুটা ব্যাকফুটে। তার মধ্যে বিজেপি কতটা নিজেদেরকে গুছিয়ে নিতে পারে সেটাই এখন দেখার।

Related posts

Leave a Comment