25 C
Kolkata
November 2, 2025
কলকাতা

এবার থেকে শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করবে গুগল

সংবাদ কলকাতা: এবার প্রযুক্তিগত পদ্ধতি আরও উন্নত করার লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে কলকাতা পুলিশ। স্বয়ংক্রিয় করা হচ্ছে কলকাতার ট্রাফিক ম্যানুয়াল সিস্টেম। এই স্বয়ংক্রিয় ব্যবস্থা যুক্ত করা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সঙ্গে। সেজন্য গুগলের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে চলেছে কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, শহরের রাস্তাকে অপেক্ষাকৃত যানজট মুক্ত ও নিরাপদ করতে সাহায্য করবে গুগল। পাশাপাশি, কোন সিগন্যালে কতটা স্টপেজ টাইম প্রয়োজন, রিয়েল টাইমে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর সহজ উপায় কী? তা বাতলে দেবে গুগলের সার্চ ইঞ্জিন। কারণ, কোন ক্রসিংয়ে কতটা যানজট রয়েছে, বিকল্প কোন রাস্তা দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনো যায়— তার বিস্তারিত সব তথ্য রয়েছে গুগল সার্চ ইঞ্জিনের কাছে।

প্রসঙ্গত, নিত্য নতুন টেকনোলজির মাধ্যমে কাজ করছে পুলিশ প্রশাসন। শহরকে আরও নিরাপদ করতে এবং প্রতিনিয়ত যানজটের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে এই ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট। যুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই কাজগুলো কন্ট্রোল রুম থেকেই হ্যান্ডেল করা হবে। এবং সংশ্লিষ্ট ক্রসিং, স্টপেজ টাইম ঠিক করবে ট্রাফিক পুলিশ। এর শীঘ্রই পরীক্ষামূলকভাবে ব্যবস্থা চালু করা হবে সেন্ট্রাল এভিনিউ থেকে। বিশেষ করে অফিস টাইমে চলবে এই নজরদারি। সব কিছু ঠিকঠাক থাকলে গোটা শহরে এই নতুন ব্যবস্থা চালু করবে লালবাজার।

Related posts

Leave a Comment