November 2, 2025
রাজ্য

একটি বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ এক ব্যক্তির দেহ, এলাকায় চাঞ্চল্য

চ্যাটার্জিহাট, ২৩ জুলাই: শনিবার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চৌধুরীপাড়া মোড়ে ১৬০/১ শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডের একটি বহুতলের ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরে চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা স্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিপ্লব পাঁজা, বয়স ৪৫। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে আততায়ীরা ওই ব্যক্তিকে মাথায় গুলি করে। তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের স্ত্রীর সঙ্গে কথাবার্তা চালানোর পাশাপাশি আবাসনের বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই ব্যক্তির অতীতে পারিবারিক ব্যবসা থাকলেও সম্প্রতিকালে তিনি কোনো কাজকর্ম করতেন না বলেই জানত স্থানীয়রা। এলাকা এমনকি আবাসনের বাসিন্দাদের সঙ্গেও তার খুব একটা মেলামেশা ছিলনা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানাগেছে মৃতের স্ত্রী আজ বেলায় তার সন্তানকে নিয়ে স্কুল থেকে ফিরে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তিনি স্থানীয়দের ডাকেন এবং পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয় ।

Related posts

Leave a Comment