29 C
Kolkata
August 2, 2025
সাহিত্য

উন্মাদ

মৃন্ময় ভট্টাচার্য

হাসি পায়,
পাল্টে যাওয়া যুগে এখানে ওখানে শত শত পুরস্কার।
সামান্য আঁচড় কেটে
অনেকে নিজেকে শ্রেষ্ঠ ভেবে আত্মসুখে উন্মাদ,
খোঁয়াড়ে খোঁয়াড়ে চলে শ্রেষ্ঠত্বের বিচার।

ভিড়ের মধ‍্যে আমিও একজন,
জানি আমার যতো আঁকিবুকি সবই শ্লেটের ওপর, সবই
মুছে দেবে কালের ডাস্টার।
নেই যোগ‍্যতা
পাথরে খোদাই করি কিছু, হয়তো তাহলে
বাঁচতো আরও কিছু দিন।

বারেবারে বিলুপ্ত হয়েছে প্রাণী, মুছে গেছে ভাষা,
সুখ, দুঃখ অতীতের গ্লানি।

কালের নিয়মে মুছে যাবে তুমি,
মুছে যাব আমি।

Related posts

Leave a Comment