রাজ্যউত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু by aparnapalsenFebruary 27, 2024February 27, 2024069 Share0 আজ মঙ্গলবার ,উত্তরপ্রদেশের বালিয়াতে ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের ডোক্তিতে ফেরার পথে ১০ জন যাত্রীবাহী একটি জীপ দুর্ঘটনার সম্মুখীন হয়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুর হয় ৬ জনের আর জখম হয় ৪ জন।