32 C
Kolkata
April 19, 2025
Featured

উচ্চস্বরে বক্স বাজানোর প্রতিবাদে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে খুন করা হল এক যুবকের

নিজস্ব প্রতিনিধি— বর্ষবরণের রাতে তারস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করেছিলেন বছর পঁচিশের যুবক। আর তাতেই খুন হতে হল তাঁকে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির চাঁপদানি এলাকায়। মৃতের নাম ওমপ্রকাশ রাজভর বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে হুগলির চাঁপদানি এলাকার ফেসুয়াবাগানের এবিএস ব্লকের মাঠে চলছিল ফুটবল প্রতিযোগিতা। তবে প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরেও তারস্বরে বেজে চলছিল সাউন্ড বক্স। ওমপ্রকাশ নিজের বাড়ি থেকে বেরিয়ে তারই প্রতিবাদে সাউন্ড বক্স বন্ধ করে দেন। অভিযোগ, এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, মাঠে সেই সময় মদ্যপ অবস্থায় উপস্থিত ছিল রোহিত বেনবেনসি নামে এক ব্যক্তি। কেন সাউন্ড বক্স বন্ধ করা হয়েছে, যুবকের কাছে জানতে চেয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, সেই সময়ই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় ওমপ্রকাশকে।ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যুবক। তারপর তাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, পেশায় ডালহৌসি জুট মিলের শ্রমিক ওমপ্রকাশ। তার বাবাও কর্মরত হুগলিরই এক জুট মিলে। এ দিন রাতে খাওয়া দাওয়ার পর পরিবারের সকলে মিলে শুয়ে পড়েছিলেন। তবে জোরে সাউন্ড বক্স বাজতে থাকায় অসুবিধা হচ্ছিল সকলের। তারই প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল যুবকের। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে রোহিত বেনবেনসিকে। একই সঙ্গে খোঁজ চলছে বাকি অভিযুক্তদের।

Related posts

Leave a Comment