15 C
Kolkata
January 15, 2025
দেশ

ইন্দোরে রাহুল গান্ধীকে খুনের হুমকি, নিরাপত্তা নিয়ে চিন্তিত মধ্যপ্রদেশ সরকার

নতুন দিল্লি, ১৮নভেম্বর: ইতিমধ্যে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী রবিবার এই যাত্রা প্রবেশ করবে মধ্যপ্রদেশের ইন্দোরে। কিন্তু, ভারত জোড়ো যাত্রা ইন্দোরে প্রবেশের আগেই খুনের হুমকি পেলেন রাহুল গান্ধী। গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকেও।

ইন্দোর থানা এলাকার একটি মিষ্টির দোকান থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি। সেই চিঠির বয়ানের ভিত্তিতেই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। চিঠিতে বলা হয়েছে, রাহুল গান্ধী ইন্দোরে প্রবেশ করার সাথে সাথে ইন্দোরের বিভিন্ন জায়গায় বিষ্ফোরন হবে। গুলি করে মারা হবে কমল নাথকে। ইতিমধ্যে পুলিশ ও অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। কমল নাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বিষয়টি জানিয়েছেন। এই ঘটনায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে রীতিমতো চিন্তিত মধ্যপ্রদেশ সরকার।

উল্লেখ্য, এই যাত্রায় রাহুল গান্ধী খুব সহজেই সাধারণ মানুষের ভিড়ে মিশে যান। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রদেশ সরকারের কাছে। শুক্রবার মহারাষ্ট্রের শেগাঁওয়েতে রাহুল গান্ধীর সঙ্গে মিলিত হয়েছে মহাত্মা গান্ধীর প্রোপৌত্র তুষার গান্ধী। দুই গান্ধীর এই পদযাত্রাকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment