October 31, 2025
কলকাতা

আলিপুরে আদালতের লক-আপের সামনে দুই আসামির হাতাহাতি

সংবাদ কলকাতা: আলিপুর জর্জ কোর্টে হটাৎ-ই সোমবার দুপুর ১টার সময় ধুমধাম পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার একটি মার্ডার কেসকে কেন্দ্র করে আলিপুর জজ কোর্ট লক আপের সামনে দুই আসামীর মধ্যে হাতাহাতি। পুলিশের সামনেই চলল বেধড়ক মারধর। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, আলিপুর জর্জ কোর্টের নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, অন্য এক আসামীর দলবল পুলিশের নাম করে তুলে নিয়ে যাবার জন্য চেষ্টা করে। সেই নিয়ে আসামীদের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Related posts

Leave a Comment