ধৃত সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানাল সিবিআই। চলতি সপ্তাহে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনকে বিরলতম ঘটনা বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুনানিতে তুলে ধরা হল কোন কোন অভিযোগের তির সঞ্জয়ের দিকে। গত আগস্ট থেকে আরজি কর কাণ্ডে সরগরম হয়ে ওঠে বাংলা।
বর্তমানে মামলার বিচারপর্ব প্রায় শেষের দিকে। গত বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিচারপর্বে সিবিআইয়ের যুক্তি দিয়ে বক্তব্য পেশ বা ‘আর্গুমেন্ট’ শেষ হয়। মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনে আরজি কর হাসপাতালে সিবিআইয়ের মামলায় শিয়ালদহে এডিজে এজলাসে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে বিচারপর্ব চলছে।
previous post
next post