সংবাদ কলকাতা: কলকাতা জ্বলছে l তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪° ডিগ্রি বেশিl শনিবার পহেলা বৈশাখ থেকে শুরু হয়েছে অশনি সংকেতl হাওয়া দপ্তর বলছে, শুক্রবার অব্দি বৃষ্টি নেই। কিন্তু এ কথা বলতে পারছে না, কবে বৃষ্টি হবে? মানে হাওয়া দপ্তর হাওয়া দিতে পারে শুধু পাঁচ সাত দিনের জন্য। Accuweather.com বলছে, এক মাস বৃষ্টি নেই কলকাতা শহর এবং সংলগ্ন জেলাগুলিতেl তাই নিদারুণ দাবদাহে হাঁসফাঁসরত শহরবাসী Rainman এর দ্বারস্থ হলেন।
সংবাদ কলকাতার তরফে RAINMAN-এর সঙ্গে যোগাযোগ করা হলে, উনি বলেন, দীর্ঘদিন ধরে কলকাতাতে উনি নীরব নিভৃতে এই বৃষ্টি আনার কাজ করে চলেছেন। কিন্তু কলকাতায় বৃষ্টি এনে কি লাভ? গ্রামের দিকে চাষবাস নষ্ট হচ্ছে। সেখানেই তিনি বৃষ্টি আনতে পারবেনl কিন্তু তার জন্য চাই সরকারি অনুমতি এবং সাহায্যl উনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় রেনমেনকে ডেকে নিয়ে যাওয়া হয়। প্রায়শই নিজস্ব খরচা করে এই বৃষ্টি আনার কাজ করে থাকেন। কিন্তু এখন কলকাতার ব্যাপারটা একটু অন্য রকমের। এইখানে মানুষজন সবাই একেকজন বড় বড় বিজ্ঞানীl আরও বড় বিজ্ঞানী হল মিডিয়ায় কর্মরত অর্ধশিক্ষিত ও অশিক্ষিত প্রাণীরাl ভারতীয় সংগীতের যে অপরিসীম ক্ষমতা, এই সমস্ত সেকুমাগু অপগন্ড অপদার্থের দল বুঝতে অপারগl’
ঘটনা হল, এই যে আবহাওয়া দপ্তর বলছে, ৬ দিন বৃষ্টি হবে না। কিন্তু কাল যদি RAiN ম্যান কাজে বসে, পরশুদিন এরা বলবে বৃষ্টি হবেl
RAINMAN-এর বাঁশি যে কাজটা করল, তার স্বীকৃতিটা পাওয়া যাচ্ছে না। সুতরাং আবহাওয়া দপ্তরকে আগে নিশ্চিতভাবে বলতে বলুন, কত দিন বৃষ্টি হবে না। দেখবেন, RAINMAN চ্যালেঞ্জ জানিয়ে বৃষ্টি আনয়ন করবেন।
previous post