সংবাদ কলকাতা, ৬ সেপ্টেম্বর: আজ, বুধবার দুপুর ১২টা থেকে, দ্বিতীয় দফায় ISRO-র টিম যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। গতকাল তাঁরা নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম পরিদর্শনে আসেন। জানা গিয়েছে, আজ ISRO-র দুই বিজ্ঞানীদের নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ, সহ উপাচার্য ও অধ্যাপকরা পরিদর্শন করলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি গেট রয়েছে।
সেই সমস্ত গেট থেকে শুরু করে, women’s hostel, Dean of students এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা New Boys hostel অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের এই মুহূর্তে রাখা হয়েছে। সেই জায়গা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস পরিদর্শন করেন তাঁরা। সিসিটিভি থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি যদি এখানে ব্যবহার করা হয়, তাহলে কোনও জায়গায় ব্যবহার করলে সব থেকে ভালো হবে। সিসিটিভি ক্যামেরা কোথায় বসলে নিরাপত্তা সব থেকে জোরদার করা যাবে, সমস্ত বিষয়টা পরিদর্শন করছেন তাঁরা। ডায়েরি হাতে নিয়ে সমস্ত কিছু notes করছেন তাঁরা।
next post