সংবাদ কলকাতা: আজ, মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হবে ১টা মিনিটে। রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫১ হাজার ৭০৬ জন। জঙ্গল মহলে পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে প্রশাসন। এজন্য ৪২টি কেন্দ্রে ৮৫টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার সময় জলপাইগুড়িতে হাতির আক্রমণে এক মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যুর পর আর ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য সরকার। এজন্য জঙ্গল প্রধান জেলাগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে বনদপ্তর। প্রত্যেক এলাকার পরীক্ষার্থীদের একটি নির্দিষ্ট স্থানে দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। সেখান থেকে তাঁদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে প্রশাসন। এইসব এলাকার পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে মাইকিংও করা হয়েছে।
এরই মধ্যে কলকাতা ও শহরতলিতে পরীক্ষার্থীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। শিয়ালদহ মেইন লাইনে মেরামতির কাজের জন্য এদিনও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও সমস্যায় পড়বেন। রবিবারের আগে এই সমস্যার পুরোপুরি সমাধান হওয়ার কোনও আশা নেই।
তবে পরীক্ষা কেন্দ্রে রাজ্যজুড়ে মোবাইল নিয়ে কড়া হুঁশিয়ারি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা কোনও বৈদ্যুতিন গ্যাজেট সহ ধরা পড়লে পরীক্ষার্থীকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এমনকি অভিযুক্ত পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সারাজীবনের জন্য বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ আর কোনও দিন পরীক্ষা দিতে পারবেন না। এজন্য মোবাইল ধরতে পরীক্ষা কেন্দ্রে বিশেষ যন্ত্রের ব্যবস্থা রাখা হচ্ছে।
শুধু তাই নয়, পরীক্ষার্থীরা কোনও গুরুতর সমস্যায় পড়লে সংসদে ফোন বা ইমেল করে জানাতে পারবেন। সংসদের সভাপতির ই-মেইল: c.bhatta@gmail.com এবং সেক্রেটারির ই-মেইল: secretary@wbchse.org.in এছাড়া সেক্রেটারির ফোন নাম্বার: ৯৬৭৪৩৪৪২২। উপসচিবের ই-মেইল ও ফোন নাম্বার যথাক্রমে dsexamination@wbchse.org.in ও ৯৯০৩১৮৮৩৮৭। এই সব ইমেল আইডি অথবা ফোন নম্বরে যেকোনও জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করা যাবে। আঞ্চলিক কার্যালয়গুলিতেও যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে সংসদের ওয়েবসাইটে।
previous post