শিলচর : আগামী বছরের এপ্রিল-মে মাসে কোভিডের চতুর্থ ওয়েব আসার আশঙ্কা প্রকাশ করেছেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ বাবুল কুমার বেজবড়ুয়া। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান এস.এম.সি-র। কোভিডের চতুর্থ ওয়েব মোকাবিলায় প্রস্তুত শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়। জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ বাবুল কুমার বেজবড়ুয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে কোভিড সংক্রান্ত বিষয়ের উপর একটি মকড্রিল আয়োজন করা হয়।
এদিন চিকিৎসা মহাবিদ্যালয়ের সকল চিকিৎসক ও নার্সরা পিপিই কিট পরিধান করে কোভিড থেকে কিভাবে জনগণকে রক্ষা করা যায়, তা নিয়ে এদিন বিভিন্ন মহড়া জনসমক্ষে তুলে ধরেন।কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ এদিন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে উপস্থিত হয়ে গোটা এলাকার পরিদর্শন করে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন। অক্সিজেনপ্লান্ট, এল.এমও. লিকুইড মেডিক্যাল অক্সিজেন প্লান্ট ও আইসিইউ সহ সমস্ত বিষয় নিয়ে এদিন সরেজমিন পরিদর্শন করেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাছাড়ের জেলা শাসক ও শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল কুমার বেজবড়ুয়া জানান যে, কোভিডের চতুর্থ ওয়েব মোকাবিলায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে। জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। তবে সকলকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি নিজেদের রক্ষা করতে মাস্ক পরিধান ও স্যানিটাইজার সহ ঘোরাঘুরি বন্ধ করে ভিড়কে এড়িয়ে চলারও আহ্বান জানিয়েছেন।
তাঁরা আরও জানান যে, কোভিডের চতুর্থ ওয়েবকে ছড়ানো আটকাতে পারলে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। যাঁরা এখনও বুষ্টার ডোজ নেননি, তাঁদের সকলকে বুষ্টার ডোজ নেওয়ার আবেদন জানিয়েছেন অধ্যক্ষ বেজবরুয়া। অধ্যক্ষ জানিয়েছেন, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট “VF ’07” এখনও পর্যন্ত গুজরাটে ২ জন ও ওড়িষ্যায় ১ জনের সংক্রমণ পাওয়া গেছে। গতকাল পর্যন্ত ভারতে মোট ১৭৪ জন রোগী ছিল বলেও এদিন জানান তিনি। যদিও এটা বাড়তে বেশী সময় লাগবে না। আগামী বছরের এপ্রিল-মে মাসে কোভিডের চতুর্থ ওয়েব আসতে পারে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেছেন বেজবড়ুয়া। এমতাবস্থায় সতর্কতাই রক্ষার একমাত্র প্রতিকার। আতঙ্কিত না হয়ে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
