মুম্বই, ১৬ এপ্রিল: আইপিএলের মাঠে ধারাভাষ্যকার ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলিকে বিশেষ নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালীন সেই প্রত্যেককে সেই নির্দেশ মেনে চলতে হবে। নইলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে বোর্ড।
এবিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে স্টার স্পোর্টস ও ভায়াকম ১৮-কে বোর্ডকে অনেক টাকা দিতে হয়েছে। তাই তারা চাইছে না যে, খেলার কোনও ঘটনার ভিডিও বা ছবি অন্য কেউ পোস্ট করুন। বোর্ড সেজন্য সব ধারাভাষ্যকারকে নির্দেশ দিয়েছে, খেলার দিন মাঠ থেকে কোনও ভিডিও বা ছবি প্রকাশ করা যাবে না। কয়েকজন ক্রিকেটার খেলার দিনে নিজেদের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে দিয়েছিলেন। এই বিধিনিষেধের কারণে তাঁরাও সে সব মুছে দিয়েছেন।
জানা গিয়েছে, কয়েকদিন আগে এক ধারাভাষ্যকার নিজের ধারাভাষ্য দেওয়ার ভিডিও নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন। সেই পোস্ট ভাইরাল হয়। প্রায় ১০ লক্ষের বেশি দর্শক সেই ভিডিও দেখেন। তারপরেই সেই ধারাভাষ্যকারকে ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দেয় বোর্ড। প্রথমে তিনি রাজি ছিলেন না। অনেকবার অনুরোধ করার পরে তিনি সেই ভিডিও সমাজ মাধ্যম থেকে মুছে দিতে বাধ্য হন। কোন ধারাভাষ্যকার এই কাজ করেছিলেন, সেটি অবশ্য জানা যায়নি। তবে এই ঘটনার পরেই কড়া অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল-এর একটি দল তাদের ম্যাচ চলাকালীন ডাগ আউটের ভিডিও তাদের সমাজমাধ্যমে পোস্ট করে। এই অপরাধে বোর্ড সেই দলকে ৯ লক্ষ টাকা জরিমানা করে বোর্ড। বোর্ড নির্দেশ দিয়েছে, ফ্র্যাঞ্চাইজি দলরাও খেলার দিনের ভিডিও বা ছবি দিতে পারবে না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি কোনও ভিডিও বা ছবি স্বেচ্ছায় কাউকে দেয়, তাহলে সেটি তারা শেয়ার করতে পারবে। কোনও ফ্র্যাঞ্চাইজি যদি এই নির্দেশ না মানে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই নির্দেশ প্রযোজ্য ধারাভাষ্যকারদের ক্ষেত্রেও।
previous post