November 1, 2025
উত্তর সম্পাদকীয়

অধ্যক্ষ এই অসভ্য সদস্যদের সাসপেন্ড করে যথার্থ কাজ করেছেন

শংকর মন্ডল : নির্বাচন যত আসন্ন রাজনৈতিক ডামাডোল ততই প্রকট হচ্ছে। অধীর চৌধুরীর মমতা বিরোধিতার ফানুস যেমন ফেটে গেছে, ঠিক তেমনি বামপন্থীদের বিপ্লবের স্রোত নবান্নের অভিমুখ পরিবর্তন করে মোদী বিরোধী মোহনায় বহমান। যদিও এই মুহূর্তে নরেন্দ্র মোদির বিকল্প কেবল নরেন্দ্র মোদীই। সেকথা আজ সমগ্র দেশ তো বটেই এমনকি সমগ্র পৃথিবীও তা একবাক্যে স্বীকার করে নিচ্ছে।আসলে যেকোনও দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের সরকারের স্থায়িত্ব ও শক্তিশালী নেতৃত্বের ওপর। আর সেই সঙ্গে বিশ্বের সমস্ত দেশ তার নিজের সংস্কৃতি, স্থাপত্য ও ইতিহাসকে রক্ষা করাকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু দীর্ঘ অবিজেপি সরকার ও দেশের অভিশপ্ত কমিউনিস্টরা বা তৃণমূল সহ তথাকথিত আই. এন. ডি. আই. এ. ইন্ডিয়ার শরিকরা এই পরম্পরাকেই অস্বীকার করে রমিলা থাপার ইরফান হাবিবদের মতো বিকৃত ইতিহাস রচয়িতাদের প্রাধান্য দিয়েছেন। আর অন্যদিকে ভারতের সংসদের ভেতর যে আক্রমণ হল তাকে কনডেম না করে, যেভাবে বিরোধী দলের সদস্যরা অসংদীয় আচরণ করে সংসদীয় রাজনীতিতে নজির সৃষ্টি করলেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুতরাং অধ্যক্ষ এই অসভ্য সদস্যদের সাসপেন্ড করে যথার্থ কাজ করেছেন। আর তৃণমূল কংগ্রেস যে একটি সম্পূর্ণ অসভ্য বর্বর দল, তা গতকাল ওদের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের উপরাষ্ট্রপতিকে নিয়ে নোংরা অঙ্গভঙ্গি করা থেকেই প্রমাণিত।রাহুল গান্ধীও এর ভিডিও করে নিজের জাত চেনাতে ভুল করেন নি।
এই পরিস্থিতিতে আর একটি বিষয় নিয়ে আমাদের বিশেষ করে সতর্ক থাকতে হবে, সেটা হল যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানের আড়ালে এই রাজ্যের মাটিতে জেহাদীদের সমর্থন করে বিভিন্ন কর্মসূচির উদ্যোক্তাদের চিহ্নিত করা। এই সমস্ত সংগঠন কখনও হামাস, কখনও অন্য কোনও জঙ্গি সংগঠনের সমর্থন করে তারা প্রমাণ করেছে যে, দেশের মাটিতে দেশ বিরোধী শক্তিকে উৎসাহিত করাই ওদের মূল লক্ষ্য। সুতরাং আজ একদিকে মানবাধিকার রক্ষা করা যেমন বড় চ্যালেঞ্জ, ঠিক অন্যদিকে সনাতনী ঐক্য অত্যন্ত জরুরি। আগামী ২৪ শে ডিসেম্বর কলকাতার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ এক ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হতে চলেছে।

 শঙ্কর মণ্ডল

9331250427
8910097067

 শঙ্কর মণ্ডল

9331250427
8910097067

Related posts

Leave a Comment