এক অটোচালককে পেটে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার হলেন আরেক অটোচালক! ঘটনাটি ঘটেছে বুধবার রাত সোয়া সাতটা নাগাদ পাটুলি থানা এলাকার ইএম বাইপাস লাগোয়া ঢালাই ব্রিজের কাছে। ঘটনার পর গুরুতর জখম অটোচালক জয়দীপ চক্রবর্তীকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
previous post
