গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর: আসামের প্রিয়তম শিল্পী Zubeen Garg-এর জীবনের পর্দা নেমে গেল। মঙ্গলবার তাঁর নিজ গ্রাম কামারকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।
ভক্ত, বন্ধু, সহকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা বিপুল সংখ্যায় ভিড় জমিয়ে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। শিল্পীর পরিবারও শোকযাত্রায় অংশ নেন—৮৫ বছর বয়সী বাবা ও স্ত্রী Garima Saikia-সহ।
ভক্তরা চোখের জলে তাঁর বিখ্যাত গান “মায়াবিনী” গেয়ে শ্রদ্ধাঞ্জলি জানান—যে গানটি তিনি নিজে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বাজানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন।
৫২ বছর বয়সী Zubeen Garg গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ডুবে মৃত্যুবরণ করেন। হঠাৎ এই মৃত্যুতে গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে যায়। রবিবার থেকে গুয়াহাটির অরুণ ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাঁর মরদেহ জনসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয়েছিল। হাজারো মানুষ শেষ দর্শনে ভিড় জমান।
সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কামারকুচির পথে শোকযাত্রা এগোয়। ফুলে সাজানো অ্যাম্বুলেন্সে কাচের কফিনে রাখা হয় তাঁর দেহ। রাষ্ট্রীয় মর্যাদার নিদর্শনস্বরূপ তাঁর দেহে জড়ানো হয় আসামের ঐতিহ্যবাহী গামছা। শোভাযাত্রার শীর্ষে ছিল শিল্পীর সাদা-কালো প্রতিকৃতি, যার পেছনে হেঁটে চলেছিলেন ভক্তরা।
দীর্ঘ কয়েক দশকের সংগীত-জীবনে Zubeen Garg সমকালীন সুরকে আসামের ঐতিহ্যের সঙ্গে মিশিয়ে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম তাঁকে মনে রাখবে এক সাংস্কৃতিক আইকন হিসেবে।
কামারকুচির চিতার আগুনে বিলীন হলেন এক কিংবদন্তি গায়ক—কিন্তু তাঁর সুর, তাঁর স্মৃতি, তাঁর আবেগ থেকে গেল চিরকাল।
previous post
