ইতিহাসের পাতায় লেখা দেশের মুক্তিযুদ্ধাদের নাম মুছে ফেলার চেষ্টায় অন্তর্বর্তী প্রধান শেখ ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ শয়ে শয়ে নেতার মুক্তিযুদ্ধের সনদ বাতিলের প্রস্তাব দিয়েছে ইউনূস সরকার। মুক্তিযোদ্ধার সংজ্ঞাই বদলে ফেলা হচ্ছে।
শেখ হাসিনার পতনের পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টায় উদ্যত ইউনূস সরকার। সেই পথে হেঁটে আগেই মুজিব মুছতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হলের নাম রাখা হয়েছে ফজলুল কাদের চৌধুরীর নামে এক কুখ্যাত গণহত্যাকারী রাজাকারের নামে। ঢাকার রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে হিজবুত তাহরিরের জঙ্গিদের। প্রশ্রয় দেওয়া হচ্ছে আনসারুল্লা বাংলা টিমকে।
সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরও চার শ্রেণির মুক্তিযোদ্ধার ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে সনদ বাতিল করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা কেবল তাঁরাই থাকবেন, যাঁরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি, তাই তাঁদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে নতুন পরিচয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।