29 C
Kolkata
August 2, 2025
Featured

জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ, জখম নারী পুরুষ ও নাবালক

শীতানগরে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, জখম তিনজন মহিলা একজন পুরুষ ও এক নাবালক বলে জানাযায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড় থানার শীতানগর এলাকায় মঙ্গলবার সকালে। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

অভিযোগ, মগর মন্ডল ও তার পরিবারের সদস্যরা এলোপাতাড়ি পাথর, হাসুয়া ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিবেশী বাবলু মন্ডলের পরিবারের উপর। ঘটনায় জখম হন একাধিক মহিলা-পুরুষ ও এক নাবালক বলে অভিযোগ। ঘটনার পর জখমদের প্রথমে তাদের সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ডোমকল মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। কিছুদিন আগে সালিশি সভা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ, বাবলু মন্ডল যে জমি কিনে দখলে রেখেছেন, তা থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায় মগর মন্ডলের পরিবার। সেই নিয়েই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
পুলিশ সুত্রে জানাযায়, জমি নিয়ে দুই পরিবারের জখম হয় কয়েকজন বলে জানাযায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনার তদন্ত করে দেখছে সাগরপাড় থানার পুলিশ।

Related posts

Leave a Comment