মালদা:- খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু ৯ বছরের পুত্র সন্তানের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদার ভুতনি থানার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গারামটোলা এলাকায়। পরিবারের লোকজন ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে ভূতনী দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে কর্মরত চিকিৎসকরা।।
মৃত শিশুর নাম আদিত্য ঘোষ(৯)। স্থানীয় বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র। জানা গেছে, নতুন বাড়ির নির্মাণ কাজ চলছে সেখানে দুই ভাই খেলা করছিল। নতুন ঘরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন মা।কিভাবে তার মৃত্যু সে নিয়ে দ্বন্দ্বে পরিবারবর্গ। এত কম বয়সের ছেলে কিভাবে আত্মহত্যা করতে পারে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে পরিবার এবং গ্রামের মধ্যে। যদিও খেলতে গিয়ে কোনভাবে গলায় দড়ি আটকে গিয়ে মৃত্যু হতে পারে এমনটাও মনে করছে স্থানীয়রা। 
ঘটনার খবর পেয়ে ভুতনি থানার পুলিশ মৃত শিশুর দেহ হেফাজতে নেওয়ার সাথে ময়নাতদন্তে পাঠাচ্ছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাশাপাশি ঘটনার পিছনে আর কোন রহস্য রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ প্রশাসন।ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া।
							previous post
						
						
					