31 C
Kolkata
August 1, 2025
রাজ্য

হিরোইন সহ রেল পুলিশের হাতে গ্রেফতার এক যুবককে

বিহারে হেরোইন পাচার করতে যাওয়ার আগে প্রায় কোটি টাকার বাজার মুল্যের ৩০০ গ্রাম হিরোইন সহ রেল পুলিশের হাতে গ্রেফতার এক যুবককে।

গতকাল (RPF) রেল পুলিশ ৩০০ গ্রাম হেরোইন সহ এক যুবকে গ্রেফতার করে নিউ ফরাক্কা (RPF) রেল পুলিশের অন্তর্ভুক্ত খালতিপুর স্টেশন থেকে। গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কার (RPF) রেল পুলিশের ভারপ্রাপ্ত আইসি প্রেম সিং মীনার নেতৃত্বে রেল পুলিশের একটি টিম অভিযান চালায় খালতিপুর স্টেশনে। এক যুবককে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানাযায় (RPF) রেল পুলিশ সুত্রে।

(RPF) রেল পুলিশ সুত্রে জানাযায়, ধৃত যুবকের নাম নাজমিন আলম (১৯) বাড় মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। ধৃত নাজমিন এই হেরোইন গুলো বিহারের কাটিয়ার নিয়ে যাবার জন্য খালতিপুর স্টেশনে বসে ছিল ট্রেন ধরার জন্য। রেল পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে খালতিপুর স্টেশন তার কাছে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। তারপর তাকে গ্রেফতার করে। রবিবার তাকে মালদা আদালতে পাঠায়। ঘটনার তদন্ত করে দেখছে (RPF) রেল পুলিশ।

Related posts

Leave a Comment