31 C
Kolkata
August 1, 2025
দেশ বিদেশ

ইসরাইলের যুদ্ধের কাহিনী শোনালেন, শালবনীর ভাউদি গ্রামের যুবক অনিরুদ্ধ

শালবনী, পশ্চিম মেদিনীপুর: “এর আগেও ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে। কিন্তু, কোনোটাই ১৩ দিন স্থায়ী হয়নি! যদি, যুদ্ধের প্রথম ৮-৯ দিন আমরা ততোটা ভয় পাইনি। ইসরাইলের প্রতিরক্ষা শক্তির উপর আমাদের ভরসা ছিল। কিন্তু যুদ্ধের ১১তম দিনে অর্থাৎ রবিবার সকালে যখন আমাদের আবাসনের খুব কাছেই একটা মেশিয়াল এসে পড়ল আমরা সত্যি সত্যি ভয় পেয়ে যাই। আমাদের ভাগ্য ভালো ওই দিন থেকেই ভারতীয় দূতাবাস নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে আমাকেও সোমবার সরিয়ে নিয়ে যাওয়া হয়।” বাড়ি ফিরে ঠিক এভাবেই ভাউদি হাইস্কুলে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা করলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাউদি গ্রামের যুবক অনিরুদ্ধ বেরা।

এদিন স্কুলের তরফেও তাকে সংবর্ধিত করা হয়। ভাউদি হাই স্কুল থেকেই মাধ্যমিকের ৯০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেন অনিরুদ্ধ। ২০২২ সালের নভেম্বর মাস থেকে তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বায়োফিজিক্স নিয়ে গবেষণা করছেন তিনি। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারত সরকারের তৎপরতায় অপারেশন সিন্ধুতে তিনি দেশে ফিরেছেন। দিল্লি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে নিজের বাড়িতেও পৌঁছে গিয়েছেন। অনিরুদ্ধ জানান, “ইসরাইলে মিসাইল হানা বা যুদ্ধ কোন ব্যাপার নয়! কিন্তু এবারের মত এত ভয়াবহ আকারের যুদ্ধ সে দেশের বাসিন্দারা দেখেননি। তবে আমরা ভাবিনি এত দ্রুত পরিস্থিতি ঠিক হয়ে যাবে বা যুদ্ধবিরতি ঘোষিত হবে। আগামী দু’সপ্তাহ পরিস্থিতি দেখার পর পুনরায় ইজরায়েলের ফেরার চিন্তা-ভাবনা করব।” একমাত্র ছেলে বাড়ি ফেরায় খুশি বাবা-মাও। বাবা অসীম কুমার বেরা বলেন, “ছেলে বাড়ি ফিরে এসেছে আমরা খুশি। ভারত সরকার এবং ইজরাইলে থাকা ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাই।” মা রাখি বেরা বলেন, “খুব দুশ্চিন্তায় ছিলাম। ছেলে বাড়ি ফিরে এসেছে খুব খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

Related posts

Leave a Comment