উত্তরপ্রদেশ সরকার গ্রামীণ উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়াতে একাধিক পদক্ষেপ নিচ্ছে। এবার সেল্ফ-হেল্প গ্রুপের (SHG) মহিলাদের যুক্ত করা হচ্ছে ‘সূর্য সখী’ প্রকল্পে, যেখানে তারা সোলার প্যানেল বসানো, লাইটিং সিস্টেম ও ইভি চার্জিং স্টেশনের কাজে সক্রিয় ভূমিকা পালন করবেন।এই মিশনকে এগিয়ে নিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে UPSRLM (Uttar Pradesh State Rural Livelihood Mission) বুধবার চালু করছে DEWEE (Decentralized Energy for Women’s Economic Empowerment) প্রোগ্রাম।
উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এক লাখ নারী-নেতৃত্বাধীন উদ্যোগকে ডিসেন্ট্রালাইজড রিনিউএবল এনার্জি (DRE) সমাধানের আওতায় আনা। এর ফলে সৌর শক্তির ব্যবহার যেমন বাড়বে, তেমনি আর্থিকভাবে নারীরাও শক্তিশালী হবে।UPSRLM–এর পরিচালক দীপা রঞ্জন জানিয়েছেন, যোগী সরকার নারী ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিকভাবে নারীর উন্নয়নই সমাজের সমৃদ্ধির ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।
ডিউই প্রোগ্রাম–এর আওতায় মহিলাদের DRE সিস্টেম স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া পরিষ্কার জ্বালানি-সম্পর্কিত পরিষেবা দিয়ে আয়ের সুযোগও তৈরি হবে। এর মাধ্যমে তারা ক্ষুদ্র উদ্যোগ শুরু করে সমাজে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন।
কার্যকর বাস্তবায়নের জন্য UPSRLM–এর সঙ্গে যুক্ত হয়েছে PCI India, HCBC, Global Energy Alliance for People and Planet, Gates Foundation India, এবং Prerna Ojas। প্রাথমিকভাবে ২০ জেলায় এই প্রকল্প চালু হবে, যার মাধ্যমে নারীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জ্বালানি ইকোসিস্টেম তৈরি করা হবে।
