December 4, 2025
দেশ

বিহার বিধানসভা নির্বাচনে নারী ও জেন-জেড ভোটাররাই নির্ণায়ক ভূমিকা নেবেন: জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা

পাটনা, ৮নভেম্বর:আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে নারী ও জেন-জেড (Gen Z) ভোটাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মত প্রকাশ করলেন জনতা দল (ইউনাইটেড)-এর সাংসদ সঞ্জয় কুমার ঝা।তিনি বলেন, “নারী ও তরুণ প্রজন্ম আজকের রাজনীতির চালিকা শক্তি। তারা উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তাকে প্রাধান্য দেয়, যা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর নেতৃত্বাধীন সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

”ঝা আরও বলেন, “আমাদের সরকারের লক্ষ্য যুব সমাজের ক্ষমতায়ন ও মহিলাদের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। এই দুই গোষ্ঠীর সমর্থনই এবার নির্বাচনে জেডিইউ-কে আরও শক্তিশালী করবে।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারে মোট ভোটারের প্রায় ৫৫ শতাংশই নারী ও তরুণ। ফলে এদের ভোটই নির্ধারণ করবে আগামী সরকারের রূপরেখা।

Related posts

Leave a Comment