December 6, 2025
দেশ

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন

নয়াদিল্লি, ১ ডিসেম্বর — উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ, পারস্পরিক অভিযোগ-প্রত্যাঘাত এবং বিশাল আইন প্রণয়ন সূচিকে সামনে রেখেই আজ শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরুর আগেই সরকার ও বিরোধী শিবিরের মধ্যে সিএএ, জাতিগত গণনা, রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনীতি এবং রাজ্য–কেন্দ্র সম্পর্ক নিয়ে তীব্র বাকযুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তেজিত করেছে।

কেন্দ্রীয় সরকার এ অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস করানোর চেষ্টা করবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে বিচারব্যবস্থা সংস্কার, ডিজিটাল নিরাপত্তা, অর্থনৈতিক নীতির সংশোধন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তাব। বিরোধীরা জানিয়েছে, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আলোচনা না হলে তারা তীব্র অবস্থান নেবে।

অধিবেশন শুরুর দিনই বিভিন্ন বিরোধী দলের সংসদ সদস্যরা বিক্ষোভ দেখান, আর সরকারের পক্ষ থেকে শিষ্টাচার বজায় রেখে ফলপ্রসূ আলোচনা চালানোর আহ্বান জানানো হয়। রাজনৈতিক মহলের মতে, এই অধিবেশন হবে তুমুল বিতর্কপূর্ণ—যেখানে আইন প্রণয়ন ও রাজনৈতিক সংঘাত দু’টিই সমান গুরুত্ব পাবে|

Related posts

Leave a Comment