কে হবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী পদে বেশ কয়েকজন মহিলা নেত্রীও তালিকায় রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর থেকে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী পদে যাঁদের নাম ভাবা হচ্ছে, তাঁদের একজন হলেন স্মৃতি ইরানি। দ্বিতীয় যাঁর নাম মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় উঠে আসছে তিনি হলেন প্রয়াত বিজেপি নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজের নামও আলোচনায় রয়েছে বলে জানা যাচ্ছে।
আলোচনায় রয়েছে সদ্য নির্বাচিত তিন বিধায়ক- রেখা গুপ্তা, শিখা রায়, পুনম শর্মা এবং নীলম পহেলবানের নামও। মহিলা নেত্রীদের পাশাপাশি বিজেপির কয়েকজন নেতাও মুখ্যমন্ত্রী দৌড়ে রয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভয় বর্মা, প্রবেশ বর্মা, বিজেন্দ্র গুপ্তা, অজয় মাহওয়ার ও কপিল শর্মা।
previous post
next post
