নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর ২০২৫: আজ রাজধানীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
অনুষ্ঠানটি বিকেল ৩টা থেকে সরাসরি সম্প্রচারিত হবে দূরদর্শন নিউজ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। লালগালিচা পর্ব দিয়ে শুরু হবে সম্প্রচার, আর মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টা থেকে।
পুরস্কারের বিশেষ মুহূর্তসমূহ:
- সেরা ফিচার ফিল্ম: বিদু বিনোদ চোপড়া পরিচালিত ‘12th Fail’
- সেরা হিন্দি চলচ্চিত্র: ব্যঙ্গাত্মক ‘Kathal: A Jackfruit Mystery’
- সেরা অভিনেতা: শাহরুখ খান (‘Jawan’) এবং বিক্রান্ত ম্যাসি (‘12th Fail’) — যৌথভাবে। শাহরুখের জন্য এটি বিশেষ অর্জন, কারণ দীর্ঘ ৩৩ বছরের কেরিয়ারে এটাই তাঁর প্রথম জাতীয় পুরস্কার।
- সেরা অভিনেত্রী: রানি মুখার্জি, ‘Mrs Chatterjee vs Norway’-এ অনবদ্য অভিনয়ের জন্য।
- ‘Sam Bahadur’ একাধিক বিভাগে সম্মান পেয়েছে—সেরা মেকআপ, সেরা পোশাক এবং জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
এই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুধু তারকাদের সম্মানিত করছে না, বরং ভারতীয় সিনেমার বৈচিত্র্যময় গল্পকেও তুলে ধরছে, যা দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দিয়েছে।
